ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোলন ক্যান্সারে মৃত মোঃ মাহবুবুর রহমানের বিধবা স্ত্রী খাদিজা বেগমকে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে। ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব উল আলম ২৪ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে খাদিজার হাতে অনুদানের চেক তুলে দেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মোহাম্মদ আলী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম ও মোঃ সালেহ্ ইকবাল এবং ভাইস প্রেসিডেন্ট মোশতাক আহমেদ এসময় উপস্থিত ছিলেন। ব্যাংকের সিএসআর তহবলি থেকে এ অনুদান প্রদান করা হয়।