অপরাধ বিচিত্রাঃ
শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর তিনদিন ব্যাাপি (৩, ৫ এবং ৬ আগস্ট, ২০১৭) ২য় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৭ ৬ আগস্ট, ২০১৭ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদ। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার মোঃ ইকবাল সভাপতিত্ব করেন। উপ-ব্যবস্থাপনা পরিচালক কনক কুমার পুরকায়স্থ সহ সারা দেশের ৬৮টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে শ্রেনীকৃত ঋণ আদায়, নতুন ঋণ বিতরণ এবং গ্রাহক সেবার মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করা সহ অন্যান্য বিষয়ের উপর বিশদ আলোচনা করা হয়। এছাড়া ব্যাংকের সার্বিক কর্মকৌশল সম্পর্কে ব্যবস্থাপকগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।