ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রীর এপি এসকে ঘুষ দেয়ার প্রস্তাবে গ্রেফতারকৃত এক নারী জেল হাজতে

0
1531

নাজমুন নাহার অপরূপাঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় স্থানীয় সাংসদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এর সহকারী একান্ত সচিব (এপিএস) রাশেদুল কাওছার ভূইয়ার মুঠোফোনে ম্যাসেজের মাধ্যমে চাকুরীর জন্য ঘুষ দেয়ার প্রস্তাবের দায়ে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে নাহিদা সুলতানা ওরফে রিপা (২৯) নামের এক নারীকে গ্রেপ্তার করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কাওছার ভুইয়ার ব্যক্তিগত মুঠোফোনে একটি ম্যাসেজ আসে জীবন ভাই চাকুরীর জন্য টাকা দিব, তবে আমি, আপনি আর সালমা আপা জানবে, ভুল হলে ক্ষমা করবেন। পরে তিনি ফোন করে জানতে পারেন ওই মোবাইলের সত্ত্বাধিকারী নাহিদা সুলতানা ওরফে রিপা। এ ঘটনায় আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কাওছার ভ্্ূইয়া বাদী হয়ে ০৭/০৮/২০১৭ইং তারিখ সকালে নাহিদা সুলতানা ওরফে রিপাকে আসামী করে মোবাইলে বার্তার মাধ্যমে ঘুষ দেয়ার প্রলুব্ধের অপরাধে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছেন। আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কাওছার বলেন, তাঁর মুঠোফোনে মাসেজ পাঠিয়ে ঘুষ দেয়ার প্রস্তাব করেছেন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করেছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কাওছার ভূইয়ার ব্যক্তিগত মুঠোফোনে একটি ম্যাসেজ পাঠিয়ে ঘুষের প্রলুব্ধের অপরাধে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া নাহিদা সুলতানা ওরফে রিপাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here