ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তোতা একজন দু-চরিত্রবান

0
560

জামালপুর প্রতিনিধিঃ
আব্দুল হামিদ তোতা, গ্রাম: পূর্ব ফুলবাড়ীয়া, ডাকঘর: জামালপুর, থানা ও জেলা: জামালপুর, পিতা: মঈন উদ্দিন। মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তোতা বৈঠানে দাড়িয়ে থেকে মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন। মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তোতা নাট্যকার, একাধিকবার নারী নির্যাতনকারী, ছেলে ধর্ষনকারী ও সরকারি প্রত্যেক সম্পত্তি দখলকারী। জামালপুর রেলওয়ে ষ্টেশনে মুক্তিযোদ্ধা সংসদের নামে বিভিন্ন জায়গা দখলকারী আব্দুল হামিদ তোতা একজন দেশদ্রোহীর সামিল। মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তোতা ১৯৭১ সালে রেল ষ্টেশনের পেছনে ফকির পট্টির মৌজার ৫ একর হিন্দু সম্পত্তি জোর পূর্বক দখল করেন। জামালপুরের বহু আলোচিত মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তোতা একাধিকবার বিবাহের ফলে তার তৃতীয় বউ ফাসিতে মারা যান। জামালপুরের নাট্য সংস্থা অনেক মহিলাকে অর্থের বিনিময়ে ধর্ষন করে। বহুল আলোচিত মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তোতার ২ ছেলে সরকারি চাকরিরত। এক ছেলে হলো খোরশেদুজ্জামান মাখন, ওসিলিটি, খাদ্যগুদাম, কিশোরগঞ্জ। অন্য ছেলে হল মনিরুজ্জামান লিটন, মেষ্টা প্রাইমারী স্কুলের মাষ্টার। জামালপুরে গ্রাম গঞ্জে, শহর-বন্দরে লোক সমাজে অনেকেই তাকে ভূয়া মুক্তিযোদ্ধা বলেন। তৎকালীন ১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় বৈঠানে দাড়িয়ে থেকেই মুক্তিযোদ্ধা সনদ লাভ করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here