ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে যানবাহনে চাঁদাবাজি করার সময় সুমন ও সাব্বির নামে দুই ভুয়া পুলিশ অফিসারকে গ্রেফতার করেছে ভৈরব থানার উপ পরিদর্শক শফিকুল ইসলাম। সোমবার গভীর রাতে শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় জিয়া তোরণের সামনে থেকে ওয়াকিটকি সহ তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত সুমন ও সাব্বির পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশীর নামে চাঁদাবাজী করার করছিল। এসময় আর এস ঢেউটিরত পুলিশের একটি টিম সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে টহল দেয়ার সময় অটোরিক্সাটিকে তারা সিগনাল দেয়। অটোরিক্সাটি থামানোর পর ওয়াকিটকি হাতে সাদা পোষাক পড়া সুমন ও সাব্বির পুলিশের গাড়িকে চেকিং করতে চাইলে তাৎক্ষণিক দুই ভুয়া পুলিশকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাবাদে আটককৃত দুই ভুয়া পুলিশ অফিসারে বাড়ি আশুগঞ্জের চর চারতলা বলে জানায় পুলিশ। কিশোরগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে মঙ্গলবার দুপুরে তাদেরকে ভৈরব থানা পুলিশ কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পাঠায়।