ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সুধের ৫’শ টাকার ঘটনাকে কেন্দ্র করে মোঃ নুর আলম (৪৭) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করেছে। বিকেলে গতকাল এঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানান, স্থানীয় বাসিন্দা মো: করিম ঢালীর কাছ থেকে ৫শ টাকা নেয় সুধের উপর। আসল টাকা দিলেও সুধের টাকা না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে মো: করিম ঢালীর সাথে নুর আলমের ঝগড়া হয়। এক পর্যায়ে করিম ঢালী একটি লোহার রড দিয়ে এলোপাথাড়ী ভাবে নুরে আলমকে পিটিয়ে আহত করে । পরে তাকে আশংকাজনক অবস্থায় চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলে। সেখানের ডাক্তার বরিশাল নিয়ে যাওয়ার জন্য বললে ,ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে আসলে রুগীর অবস্থা খারাপ দেখে ভোলা সদর হাসাপালে নিয়ে আসি। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাসলিমা জান্নাত নুরে আলমকে মৃত ঘোষনা করেন।
এদিকে নিহতর স্ত্রী বিবি কুলসুম বলেন,আমার স্বামীকে সন্ত্রাসী করিম ঢালী নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে। আমি ঐ সন্ত্রাসীর দৃস্টান্তমুলক শাস্তি চাই। আমার স্বামী ৫শত টাকা নিয়েছিলো.সুধের উপর। ঐ টাকা পরিশোধ করলেও সুধের টাকা না দেয়ায,এই হামলা চালায়।
দক্ষিন আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ বলেন, ঘটনাটি শুনেছি, এঘটনায় মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে নিহতের পরিবারের কাছে মামলা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, মামলার প্রসাতুতি চলছে।