রবিবার থেকে ২২দিন প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ।এসময় সারাদেশে ইলিশ ধরা আহরণ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ ও বিক্রয় দন্ডনীয় অপরাধ। আইন আমান্যকারীকে কমপক্ষে ১বছর থেকে সর্বোচ্চ ২বছরের কারাদন্ড অথবা ৫হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।
শনিবার বিকাল ৫টার দিকে ভোলার মেঘনার নদীর জেলেদের জালে বেশি পরিমাণ মাছ ধরা পরছে তাদের জাল উঠাতেও কষ্ট হচ্ছে। অবরোধের সুযোগে মাছ চালানি করতে না পারলেও আড়ৎদারেরা সেন্ডিকেটের মাধ্যমে মাছ গুদামজাত করনের প্রক্রিয়া স্থানীয়রা অল্প দামের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আড়ৎদারেরা জানান সন্ধ্যার পরে সকল জেলেদের মাছ স্থানীয়দের কাছে বিক্রি করা হবে। নিষেধাজ্ঞার কারনে সাগরে যাওয়া জেলেরা উপকুলে আসতে শুরু করছে। রাত ১২টার মধ্যে সকল নৌকা ট্রলার উপকুলে পৌছে যাবে বলে জানিয়েছেন আড়ৎদাররা। এদিকে কোষ্টগার্ড মেঘনা রক্ষাতে যার যার অবস্থানে যেতে দেখা গেছে। কঠোর নিরাপত্তা নদীতে মাছ রক্ষার কাজ চলবে বলে মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। তবে এবছর নদীতে প্রচুর ইলিশ পাওয়া জেলেরা অনেকটাই খুশি। তারা অবরোধের এসময় নদীতে যাবে না বলেও জানান
ছবিঃ ভোলার মেঘনার পাড়ে ইলিশ আর ইলিশ।