ভোলায় কোস্টগার্ডের অভিযানে কারেন্টজাল জব্দ, ৫ জেলে আটক

0
441

“মা ইলিশ রক্ষা অভিযান- ২০১৭” পরিচালনায় কোস্ট গার্ড দক্ষিণ জোন তৎপর ভূমিকা পালন করছে। এর প্রেক্ষিতে ১৫ অক্টোবর সিজি বেইস ভোলার দুইটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলা থানাধীন খেয়াঘাট ও ভেদুরিয়া এলাকায় অভিযান  চালিয়ে ২,০০,০০০ লাখ মিটার নতুন ও ২০,০০০ মিটার পুরাতন কারেন্ট জাল এবং ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে।
জব্দকৃত নতুন ও পুরাতন কারেন্ট জাল ভোলা সদর মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ইলিশ মাছ গরীব ও এতিমদের মাঝে বিতরণ করা হয়। অন্যদিকে “মা ইলিশ রক্ষা অভিযান- ২০১৭” উপলক্ষ্যে সিজি স্টেশান হিজলার একটি অপারেশন দল অভিযান চালিয়ে ০৫ জন জেলে, ও কারেন্ট জাল ৫,০০০ মিটার ও ০১টি ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকা আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। ইঞ্জিন চালিত কাঠের নৌকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করেছে
কোস্টগার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল অফিসার মোসায়েদ জানান, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here