ভোলা প্রতিনিধি ॥ ভোলা সদর উপজেলার ২নং ইলিশা এলাকায় পাষন্ড ছেলের সাবলের আঘাতে খুন হয়েছে বাবা মুনাফ সাঝি (৫০)।
পারিবারিক সূরে জানা যায় , ২৩আগস্ট বুধবার আপন দুই ভাই মোঃ সায়েদ (৪০) ও মোঃ ইমরান (২৫) এর মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঝগড়া বিবাদ হয়। বাবা মুনাফ সাজি দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করতে আসলে এরই জেরধরে বড় ছেলে সায়েদ পিতা মুনাফ সাজির মাথা লক্ষ্য কওে শাবল দিয়ে কোপ দেয়।পরে স্থানীয়রা বিষয়টি দেখে এগিয়ে এসে মুনাফ সাজিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে আনলে। ভোলা হাসপাতালের কর্মরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে পাঠায়। সেখানের কর্মরত চিকিৎসক ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতালের কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। শুক্রবার ভোলায় নিজ গ্রামে বাড়িতে লাশটি নিয়ে আসেন নিহতের পরিবার। এদিকে এঘটনায় বড় ছেলে সায়েদ পলাতক রয়েছে।
এবিষয়ে, ভোলা সদর মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মীর খায়রুল কবীর জানান, লাশ বর্তমানে থানায় আছে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এখন পযর্ন্ত কোন মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।