ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্য চরকুমারিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিনের উপর জমি-জমা সক্রান্ত বিষয়ের জেরধরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
আহত প্রধান শিক্ষক জসিম জানান, সোমবার সকাল ৮টার দিকে আমি চরকুমারিয়া গ্রামের এস.এ ৩৪৩ দাগের আমার ভোগ দখলীয় সম্পত্তিতে গাছ রোপন করতে গেলে বশির, কয়ছর, তছিরসহ কয়েকজনে আমার উপর হামলা চালায়। জমির পরিমান ৫৬ শতাংশ (এতে ঘটনাস্থলে আমিসহ হাফিজুর রহমান বাবলু , আব্বাস উদ্দিন আহত হয়। পরে আমাকে এলাকাবাসি উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে।
জসিম উদ্দিন ও হাফিজুর রহমান ওই এলাকার বাসিন্দা মৃত কাদের মাস্টারের ছেলে বলে জানাযায়। আহত প্রধান শিক্ষক জসিম ভোলা সদর হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা প্রতিক্রিয়ায় জানিয়েছেন তারা শিক্ষকের উপর এ হামলার সুষ্ঠ বিচার দাবী করেন। এবিষয়ে মামলা সম্পর্কে জানতে চাইলে, মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।
এবিষয়ে জানতে অভিযুক্ত বশির ও কয়ছরের সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।