আল-আমিন এম তাওহীদ ভোলা ॥ ভোলায় মেঘনা নদী কোষ্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে লক্ষীপুর থেকে ভোলাগামী ফেরিতে অভিযান চালিয়ে একটি কাভার ভ্যান থেকে এসব জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য প্রায় সোয়া তিন কোটি টাকা ।
সংশ্লিষ্ট সূত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড কন্টিজের্ন্ট কমান্ডার মোঃ হোসেনের নেতৃত্বে লক্ষীপুর জেলার মৌজু চৌধুরীহাট থেকে ছেড়ে আসা ভোলাগামী কুসুমকলি ফেরিতে অভিযান চালায়। এসময় একটি কাভার ভ্যান থেকে ১৯ বস্তা কারেন্ট জাল তারা উদ্ধার করে। তবে এসময় এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে কোষ্টগার্ড। এমনকি তারা অবৈধ কারেন্ট জাল পরিবহনকৃত কাভারভ্যানটিও জব্দ করেনি। পরে, কোষ্টগার্ড সদস্যরা জব্দকৃত জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতি আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।