দ্বীপ জেলা ভোলায় নব-নির্মিত সর্ববৃহত্তম নবারুন শপিং কমপ্লেক্স পবিত্র ঈদ উপলক্ষ্যে ৫’শ টাকার পণ্য ক্রয় করলেই হতে পারেন ১৫০ সিসি পালসার মটর সাইকেলের মালিক। গত রমজানের ঈদ এবং ঈদুল আযহা উপলক্ষ্যে ওই শপিং কমপ্লেক্সর দোকান ব্যবসায়ীদের উদ্যোগে র্যাফেল ড্র-২০১৭ইং এ ব্যবস্থা করা হয়।
শুক্রবার বিকাল ৫টার দিকে নবারুন সেন্টারের অপু’র সভাপতিত্বে এ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুবলীগের সভাপতি ও পৌরমেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবারুন সেন্টারের কর্ণধার প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ হারুন অর রশিদ মিয়া। নবারুন সেন্টার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানসহ দর্শক-দর্শনার্থীরা প্রমূখ।