মাদারীপুরে চিকিৎসার নামে নারীদের অশ্লীল ভিডিও ভুয়া ডাক্তার গ্রেফতার

0
1349

মাদারীপুর প্রতিনিধি

Advertisement

মাদারীপুরে যৌন চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভিভিও ধারণ করে প্রতারণার অভিযোগে ধর্ষণসহ একাধিক মামলার আসামি কাজী নিজামউদ্দিন শুভ (৩০) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। সংবাদ সম্মেলনে রোববার সকালে এ তথ্য জানান র‌্যাব-৮’এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কোমান্ডার রাকিবুজ্জামান। গ্রেফতারকৃত শুভ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নলকোনা গ্রামের হান্নান কাজীর ছেলে। র‌্যাব-৮ জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে দীর্ঘদিন ধরে যৌন চিকিৎসার নামে নারীদের আপিত্তকর ভিভিও ধারণ করে প্রতারণা করে আসছে ভুয়া চিকিৎসক শুভ। কখনও বা প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে শুভ নামের ঐ প্রতারক। প্রতারণার শিকার এক নারীর দেয়া তথ্যের ভিত্তিতে টেকেরহাটের সেবা মেডিকেল হলে শনিবার দুপুরে অভিযান চালায় র‌্যাব। পরে সেখান থেকে ল্যাপটপ, দুটি ক্যামেরা, ৮টি মোবাইল ফোন, ১৬টি সীম কার্ডসহ গোপনে ভিভিও ধারণের ডিভাইস জব্দ করে র‌্যাব। এ সময় ধর্ষণ, ডাকাতিসহ একাধিক মামলার আসামি কাজী নিজামউদ্দিন শুভকে গ্রেফতার করা হয়। পরে, পর্নগ্রাফি আইনে রাজৈর থানায় তার বিরুদ্ধে মামলা শেষে কারাগারে প্রেরণ করে র‌্যাব-৮।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here