মুক্তির অপেক্ষায় পরীমনির দুই ছবি

0
484

ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। একের পর এক নতুন ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে বেশ পরিচিতি তার। গত ঈদে তার অভিনীত ‘সোনাবন্ধু’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে। তবে ছবিটি ব্যবসায়িকভাবে খুব একটা সুবিধা করতে পারেনি।

Advertisement

এ বছর পরীমনির আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে- মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’, অন্যটি গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’।
প্রথম ছবিটিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান ও দ্বিতীয়টিতে নবাগত ইয়াশ।
পরিচালকের ঘোষণামতে,  অন্তর জ্বালা ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। স্বপ্নজালের নির্দিষ্ট তারিখ ঠিক না হলেও চলতি বছরের শেষের দিকেই মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।
ছবি দুটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘অন্তর জ্বালা অনেক আগে শুটিং করেছি। গত বছরই ছবিটি মুক্তি দেয়ার কথা ছিল। শুনেছি ব্যবসায়িক কারণেই মুক্তি দেয়া হয়নি। তবে ছবিটি নিয়ে আমি আশাবাদী। আর স্বপ্নজাল বলতে পারেন আমারও স্বপ্নের সিনেমা। এতে আমাকে শুভ্রা চরিত্রে দেখা যাবে। এ ছবির মাধ্যমে দর্শকরা নতুন এক পরীমনিকে দেখবেন।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here