রংপুরের ভাষা সৈনিকের ইন্তেকাল

0
1984

ভাষা সৈনিক খন্দকার তনছিম উদ্দিন আহম্মেদ মনু গত ২৮ জুলাই ২০১৭ শুক্রবার রাত ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নাল্লিহি…..রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খকী রেখে  গেছেন। ভাষা সৈনিক খন্দকার তনছিম উদ্দিন আহম্মেদ মনু তিনি ১৯৪৮ সাল, ১৯৫২ সাল ও পরবর্তী সময়ে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহন করেন। তিনি মুন্সিপাড়া সামাজিক সংগঠন তরুণ সংঘ ও মুন্সিপাড়া পাবলিক লাইব্রেরীর প্রধান সংগঠক ছিলেন। তিনি একজন নাট্য ব্যক্তিত্ব  ও সংস্কৃতি কর্মী হিসেবে রংপুরের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন।  তাকে রংপুর পৌরসভা থেকে সিটিজেন এ্যাওয়ার্ড, রংপুর জেলা প্রশাসন থেকে ভাষা সৈনিক সংবর্ধনা, রংপুর থিয়েটার থেকে  গুণীজন হিসেবে সংবর্ধনা প্রদান করে।  মরহুমের নামাজের যানাজা আজ রোববার বাদ আছর কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে মুন্সিপাড়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে। মরহুম খন্দকার তনছিম উদ্দিন আহম্মেদ মনু সাবেক রংপুর পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোঃ জুননুন এর মামা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here