৮ সেপ্টেম্বর ১৭ শুক্রবার রংপুর ধর্মসভায় ঁরী শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ীর আহবানে রামকৃষ্ণ সোমানীর সভাপতিত্বে রংপুরের সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দদের নিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০১৭ সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রংপুর সভায় ঁরী শ্রী শ্রী করুণাময়ী কেন্দ্রীয় কালীবাড়ীর সম্পাদক অজয় প্রসাদ বাবন, নিধুরাম অধিকারী, হারাধান রায় হারা, দুলালা সরকার, পার্থ বোস, সুব্রত কুমার সরকার, দেবদাস ঘোষ দেবু, স্বপন ভট্টাচার্য্য, এ্যাড. প্রশান্ত রায়, শংকর ধর, শ্রী সমরেশ দাস সাগর, শ্রী নিরঞ্জন রায় প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন যেহেতু বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্র অনুমোদিত রংপুর জেলার পূর্ণাঙ্গ কোন কমিটি নাই, তাই এই সংকটময় মুহুর্তে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন শারদীয় দুর্গোৎসব উৎসব মুখর পরিবেশ সম্পন্ন করতে হবে। সভায় সর্ব সম্মতিক্রমে আসন্ন শারদীয় দুর্গোৎসব ঁরী শ্রী শ্রী করুণাময়ী কেন্দ্রীয় কালীবাড়ীর নেতৃত্বে রামকৃষ্ণ সোমানীকে সভাপতি ও অজয় প্রসাদ বাবনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।