রংপুর লায়ন্স ক্লাব অক্টোবর দ্বি সেবা সপ্তাহ কর্মসূচীর ২য় দিনে বিভিন্ন কর্মসূচি পালিত

0
472

স্টাফ রির্পোটার ॥
অক্টোবর দ্বি সেবা সপ্তাহ ২০১৭ উদযাপন উপলক্ষে রংপুর লায়ন্স ক্লাব রংপুর এর অয়োজনে অক্টোবর দ্বি সেবা সপ্তাহ ২য় দিনে বিভিন্ন কর্মসূচির মধ্যে রংপুর সদরে পাগলাপীর, বেলবাড়ী কেরামতিয়া হাফেজিয়া এতিম খানায় ডায়াবেটিক পরীক্ষা, শিক্ষা উপকরন ও এতিম খানা প্রাঙ্গেনে ফলজ বৃক্ষ ও ঔষুধী গাছের চারা রোপন করা হয়। গতকাল বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো: আজমল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তা হিমাগার প্রা: লিমিটেড এন্ড আলী এগ্রো ইন্ডাস্ট্রি এন্ড ট্রেডিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন এম শরীফুল ইসলাম বাবু। রংপুর লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ আল হেলাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ও রিজিওন চেয়ারম্যান হেড কোয়াটার লায়ন এনামুল হক সোহেল, অক্টোবর দ্বি সেবা সপ্তাহের কো-চেয়ারম্যান লায়ন সঞ্জিত কুমার সরকার, ভাইস প্রেসিডেন্ট লায়ন হাসান মাহবুব আখতার লোটন, সেক্রেটারী লায়ন্স মোঃ আজহারুল ইসলাম দুলাল, ট্রেজারার লায়ন মোঃ বানিউল আদম বাবু, উপস্থিত ছিলেন পরিচালক লায়ন মোঃ কামরুল হাসান জুয়েল, যুগ্ম সেক্রেটারী জেবুন্নেসা জেবিন, সদস্য ফারহানা হাসান বিথী, নাজনীন হাসান প্রমুখ। এছাড়াও ছাত্র, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here