আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তুষার কান্তি মন্ডল গত ০৪/১০/২০১৭ইং তারিখে ২৮নং ওয়ার্ড এরশাদ নগর, ঢাকাইয়াপাড়া, আশরতপুর, চ কবাজার, পার্কের মোড়, লালবাগ বাজার গণসংযোগ শেষে পথ সভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহদাৎ হোসেন। মেয়র প্রার্থী তুষার কান্তি মন্ডল বলেন রংপুরের উন্নয়নের ধারা আরো গতিশীল করার জন্য আগামী রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। পথ সভায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহীন, ৩৩নং ওয়ার্ড সভাপতি নুর হোসেন, ১১নং ওয়ার্ড সভাপতি ওয়াজেদুল আরেফীন মিলন, ০৪নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন সাজু, ১০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জুলফিকার আলী বখতিয়ার, ৩১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহীন মিয়া, ২৮নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, ইদু ও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ প্রমুখ বক্তব্য রাখেন।