‘‘রক্তাক্ত আগষ্ট স্মরণে’’ বঙ্গবন্ধুকে নিবেদিত মানিক লাল ঘোষের এক গুচ্ছ ছড়া

0
1357


একটি মুজিব
একটি মুজিব তোমার আমার
একটি মুজিব সবার
একটি মুজিব একটি দেশে
জন্ম নেবে ক’বার?
হাজার বছর আরাধনায়
একটি মুজিব জন্মে
একটি মুজিব বেঁচে থাকে
দেশ প্রেমের কর্মে।
এক মুজিবের একটি দেশে
জন্ম হয় না বার বার
তাইতো মুজিব সবার প্রিয়
বাঙ্গালী ও বাংলার।
—————

এক মুজিবের জন্য কেঁদে
একটি মুজিব ঘুমিয়ে আছে
খুব নীরবে টুঙ্গীপাড়ায়
একটি মুজিব দেশপ্রেমের
মন্ত্রণা দেয় ইশারায়।
একটি মুজিব বাঙ্গালীদের
হৃদয়ে আছে লুকিয়ে
এক মুজিবের জন্য কেঁদে
দু’চোখ গেছে শুকিয়ে।
—————-

হৃদয়ে মুজিব
স্বাধীনতা শব্দের সাথে
যুক্ত তাঁর নাম
দেশের জন্য আজীবন সে
করেছে সংগ্রাম।
একাত্তরে দিয়েছে ডাক
দেশকে স্বাধীন করার
সাহস দিয়েছে দেশের জন্য
বীরের মত লড়ার।
ইতিহাসের মহানায়ক
শেখ মুজিবুর রহমান
দেশপ্রেমের চেতনায়
আজো সে অম্লান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here