র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা আজ ভোরে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ এলাকা থেকে ভূয়া ডিবি চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, জুয়েল হোসেন ওরফে জুয়েল রানা (২৭), হেমায়েত হোসেন ওরফে বিডিআর হেমায়ত ওরফে জসিম উদ্দিন (৫১), শেখ নাফিজ ওরফে শহর আলী, ফরিদুল ইসলাম ফরিদ (২৯), মোরশেদুল ইসলাম খান (৩৯), মোহাম্মদ আলী (৩২), আইয়ূব খান (২৫) ও স্বপন সরকার (৩৬)।
তাদের কাছ থেকে একটি বিদেশী অস্ত্র, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি চাপাতি, ছয়টি ডিবি ব্যবহৃত জ্যাকেট, হ্যান্ডকাপ, ওয়ারলেস (ওয়াকিটকি) সেট এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ডিবি পরিচয় দিয়ে রাস্তায় গাড়ি থামিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। এছাড়া তারা এই ভূয়া পরিচয় ব্যবহার করে কৌশলে বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে ডাকাতি করে ও সব কিছু লুট করে নিয়ে যায়।আজও তারা ধানমন্ডি এলাকার একটি বাসায় এধরণের ডাকাতির প্রস্তুতি নিয়ে মাইক্রোবাসে অবস্থান করছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।