রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

0
1312

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে দুর্ঘটনায় শুভ্র বিশ্বাস নামে (১৮) এক কলেজছাত্র নিহত হয়েছেন।

Advertisement

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে এক বন্ধুর বড় ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলেন শুভ্র ও তার বন্ধু রায়হান। গাড়ি চালাচ্ছিলেন শুভ্র। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এলে গাড়ির নিয়ন্ত্রণ হারান তিনি। এতে গাড়িটি সড়কের পাশের একটি দেয়ালে ধাক্কা খায়। দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টায় শুভ্র মারা যান। রায়হান হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, শুভ্রর লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

হতাহত দুজনই ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

এদিকে শুভ্রর নিহত হওয়ার খবর পেয়ে তার সহপাঠীরা ঢামেক হাসপাতালে আসেন। নিয়ন্ত্রণ হারিয়ে নয়, ট্রাকের ধাক্কায় শুভ্র নিহত হয়েছে বলে তারা অভিযোগ ‍তোলেন ও কিছুক্ষণ বিক্ষোভ করেন। পরে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাচ্চু মিয়া জানান, এ ঘটনার পর হাসপাতালে বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here