রিচিং আউট অব চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্প iscy‡i শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
2218

 

Advertisement

গতকাল জেলা পর্যায়ে আনন্দ স্কুলের শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক কর্মশালা ইএসডিও সিলভার জুবলী ভবন কেল্লাবন্দ, রংপুরে অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব ড. এম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেসমিন তসলিমা বানু,সহকারী পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ;স্বপন কুমার দাস, কালীগন্ঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসার ;লালমনিরহাট উপজেলা শিক্ষা অফিসার  রেজওয়ানুল হক ; বদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ ;গঙ্গাচড়া প্রাথমিক শিক্ষা অফিসার সম্ভুচরন দাস। বক্তাগন ঝড়ে পড়া শিশুদের শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, ঝড়ে পড়া শিশুদের শিক্ষিত করে তুলতে না পারলে দেশ পুরোপুরি নিরক্ষরতা মুক্ত হবে না। একারনে আনন্দ স্কুলের সুপারভাইজারদের কঠোর পরিশ্রম করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সার্বক্ষণিক যোগাযোগ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকার স্কুলের শিক্ষার্থীদের বইপত্র,খাতা-কলম ও পোশাক পরিচ্ছদ দিয়ে থাকে। তাই প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অফিসারগনকে এ ব্যাপারে সচেতন থেকে নিয়মিত রস্ক স্কুল মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে রংপুর ও লালমনিরহাট জেলার রস্ক স্কুলের শিক্ষক, সুপারভাইজার, সাংবাদিক সহ রস্ক স্কুল সংক্রান্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here