রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক আজ কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন

0
433

রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক আজ কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি ঈদ উপলক্ষে ঘরমুখো ট্রেন যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। ট্রেনের ভিতরের পরিবেশ সম্পর্কে খোজ নেন। যাত্রীরা যাতে নিরাপত্তার সাথে ট্রেনে উঠতে পারে তার ব্যবস্থা করতে সংশ্লিস্টদের নির্দেশ দেন।
পরে মন্ত্রী সাংবাদিকদের সামনে বক্তব্যে বলেন, আরামদায়ক ও নিরাপদ হওয়ায় ট্রেনের প্রতি মানুষের আগ্রহ বেশী। ঈদ উপলক্ষে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে, বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যাতে অধিক সংখ্যক যাত্রী পরিবহন করা যায়। এ বছর সর্বোচ্চ ২ লাখ ৭০ হাজার যাত্রী প্রতিদিন রেলওয়ের মাধ্যমে পরিবহন করা হবে বলে মন্ত্রী এ সময় উরেøখ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন সিডিউল বিপর্যয়ের কোন সম্ভাবনা নাই। আজকে বিকাল ৩ টা পর্যন্ত ৩০ টি ট্রেন কমলাপুর ছেড়েছে, তার মধ্যে ২ টি ট্রেনের কিছু দেরী হয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের অবহিত করেন।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন সহ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here