পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকটের সমাধান চায় বাংলাদেশ। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ক সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
মানবিক কারণে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিলেও এটি দীর্ঘ মেয়াদে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে না জানিয়ে পরররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যে কোনো আন্তর্জাতিক সমস্যারই শান্তিপূর্ণ সমাধান চায়।
জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৫ দফা প্রস্তাব দ্রুত বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।