রৌমারীতে আগুনে পুরে সর্বশাান্ত দুটি পরিবার

0
1474

মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রৌমারীতে আগুনে পুরে সর্ব শান্ত হয়েছে দুটি পরিবার। কুড়িগ্রামের রৌমারী উপজেলাধীন সদর ইউনিয়নের গোওয়াল গ্রামে সমেশ উদ্দিনের বাড়িতে  গতবুধবার ২ আগষ্ট রাত আনুমানিক ৯টার দিকে গোওয়াল ঘর থেকে এ অগ্নি কান্ডের সুত্রপাত ঘটে। বাড়ির মালিক সমেশ উদ্দিন জানান, গোওয়াল ঘরে মশা তারানোর জন্য ধুমা দেওয়া হয়, এধুমা থেকেই আগুনের সুত্রপাত ঘটতে পারে। মুহুত্বের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। যার ফলে গোওয়ালের গরু,ছাগল,হাস,মুরগি,ধান,চালসহ কোন জিনিষপত্র বেড় করা সম্ভব হয়নি। সমেশ ও কছিরণ বলেন, মাথার ঘাম পায়ে-ফেলে তিলতিল করে সাজানো সংসার নিমিশে শেষ হয়েগেল।পুড়ে গেছে ৫টি গরু,৩টি ছাগল, শতাধিক হাস-মুরগি,৫০ হাজার টাকা, ৮০মন ধান ও  ৫ মন চাল ।
তিনি আগামী দিনগুলো কি খেয়ে পড়ে থাকবেন এমন চিন্তায় ভেঙ্গে পড়েছেন ওই পরিবারটি।  তবে রৌমারীতে প্রায় এমন অগ্নি কান্ডের ঘটনা ঘটছে। ফায়ার সর্ভিসের ভবনটির নির্মাণ কাজ  অনেকদিন আগেই সম্পন্ন হলেও হস্তান্তর না হওয়ায় সাধারন মানুষ সুবিধা পাচ্ছে না।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here