রৌমারীতে কৃষকের মাঝে বিনা মুল্যে বীজ বিতরণ

0
455

মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রৌমারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামুল্যে ধানবীজ বিতরণ করেছে রৌমারী কৃষি বিভাগ। গতকাল সকাল ১১টায় রৌমারী উপজেলা পরিষদে বিনামুল্যে বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপন্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, একেএম ফজলুল হক মন্ডল, কৃুষিকর্ম কর্তা আব্দুল্লাহ আল মামুনসহ উপসহকারী কর্মকর্তা কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সরকারী ভাবে বন্যায় বীজতলা ক্ষতিগ্রস্থ ৪০ জন কৃষকের মাঝে ০৫ কেজি উন্নত জাতের হাইব্রীড ধানবীজ বিতরণ করা হয়। এঅঞ্চলটি বন্যা কবলিত্ তাই বন্যা সহনশীল বিনা-১১ ও বিনা ১২জাতের ধানবীজ বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তীক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজতলা ক্ষতিগ্রস্থ যেহেতু বিনা-১১-১২ধানবীজ বা রোপন করা চারা পানির নিচে ২৫দিন পর্যন্ত থাকলেও কোন ক্ষতি হয়না। এ বীজ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে ৫ কেজি ধান বীজ বিতরণ করার কথা থাকলেও কৃষি বিভাগের মাষ্টার রোল তালিকায় দেখা গেছে উপজেলা চেয়ারম্যান,  তার স্ত্রী, ভুমিহীন খাদিজা বেগমসহ ধনী আরো অনেককে দেয়া হয়েছে। কিন্তু ক্ষুদ্র কৃষকগন লাপাত্তা। এ বিষয়ে কৃষি কর্মকর্তা আব্দুল্লাহকে জিজ্ঞাস করলে তিনি জানান, উপসহকারী কর্মকর্তা এলাকায় গিয়ে তালিকা করে যে ভাবে আমাকে দিয়েছেন সে ভাবেই আমি বিতরণ করেছি। এজাতের ধানবীজ উৎভাবন করেন, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনষ্টিটিউট এর মূখ্য বিজ্ঞানী ড: মোফাজ্জল ইসলাম

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here