কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীর গাঁজা ব্যবসায়ী কে চর শৌলমারী এলাকা থেকে ভারতীয় ৫ (পাঁচ) কেজি ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। গাঁজাসহ দরবেশ আলী (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো- উপজেলার চর শৌলমারী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এস আই) চাঁন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০অক্টোবর) রাত সোয়া নয়টার দিকে চর শৌলমারী গ্রামের গ্রেপ্তারকৃত দরবেশ আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি ৫০গ্রাম গাঁজাসহ দরবেশ আলীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তার কালে উপস্থিত ছিলেন ওসি স্যার এবং এ এস আই আবু জাফর, মানস চক্রবর্তী, আমিনুল ইসলাম।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, “দরবেশর আলী নামের ব্যক্তিকে গোপন সংবাদের মাধ্যমে ৫ কেজি ৫০গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। অভিযানে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করার জন্য রৌমারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজুল ইসলাম স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত দরবেশ আলী দীর্ঘদিন গাঁজা ব্যবসার সাথে জড়িত। পরে থানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর ৭(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ৭/১০অক্টোবর ১৭। পরে আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ৭ টার দিকে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”