মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রৌমারী’র যাদুরচর ইউনিয়নে কাজ নাকরে টি-আর প্রকল্পের অর্থ-লোপাটের অভিযোগ পাওয়া গেছে। ২০১৬-১৭ অর্থ-বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনা-বেক্ষনে টি-আর প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে ৫টি প্রকল্পের বিপরীতে ৮লাখ ৪৯ হাজার ৬৪০টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প গুলো ,যাদুরচর হাসপাতালের পিছনে গর্ত-ভরাট ১ লাখ ২৫ হাজার টাকা। দিঘলাপাড়া নুরুল ইসলাম তরুন, গোলাবাড়ির দিলমোহাম্মদ, ধনারচরের লালমিয়া, বাইম মারীর জোবাইদুল, যাদুরচর পুর্বপাড়া হানিফ আলী, বাইম মারী আতেমার বাড়িতে সোলার প্যানেল স্থাপন ১ লাখ ২৫ হাজার টাকা। কোমর ভাঙ্গী সরকার পাড়া আছর উদ্দিন মেম্বারের বাড়ির হাজার ৪৪দক্ষিন পাশ্বে রাস্তায় হর্ত ভরাট ১ লাখ ২৫ হাজার টাকা।কোমর ভাঙ্গী উত্তরপাড়া আমজাদ হোসেন, যাদুরচর জামে-মসজিদে, ধনারচর নুতনগ্রামে রুবেল, বেকরীবিরে নুরনবী, বাইম-মারী কমেলা খাতুন,ধনারচর নুতন গ্রাম জামে-মসজিদে সোলার প্যানের ১লাখ ২৫ হাজার টাকা। যাদুরচর ইউনিয়ন পরিষদ ঘর মেরামত ৬৪ হাজার ৪২৭ টাকা। খেয়ারচর নুরুল হক, ব্যাপারী পাড়ায় আমিনুল, খেয়ারচরে খইমন, এর বাড়িতে সোলার প্যানের ৬৪ হাজার ৪২০টাকা। ১নং ওয়ার্ড যাদুরচর ঈদ-গাহ মাঠ সংস্কার ২০ হাজার টাকা। কাশিয়া টাইগারের বাড়িতে সোলার প্যানেল ২০ হাজার টাকা। ২নং ওয়ার্ড যাদুরচর আব্দুস জরিলের বাড়ি হতে কত্তিমারী বাজার পর্যন্ত রাস্তা মেরামত৯০ হাজার ৩৯৩ টাকা। গোলাবাড়ি গ্রামে শামীমের বাড়িতে সোলার প্যানেল ৯০ হাজার ৩৯২ টাকা। উল্লেখিত প্রকল্প গুলোর কোন প্রকার কাজ নাকরে সমুদয় অর্থ লোপাট করেছে মর্মে অভিযোগ উঠেছে। এব্যাপারে যাদুরচর ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আছুর উদ্দিন ৫২ জনের স্বাক্ষরিত কুড়িগ্রাম জেলা-প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলেন, টি-আর প্রকল্পের আওতায় ৩৩নং প্রকল্পে প্রকল্প চেয়ারম্যান মোছাঃ ফুলেজা খাতুন মাটির কাজ নাকরে ও সোলার না দিয়ে সমুদয় অর্থ আর্তসাত করেছেন। এব্যাপারে প্রকল্প সভাপতি ইউপি সদস্য ফুলেজা খাতুন বলেন, মাটি সংকট ও ঝর-বৃষ্টির কারনে কাজ করা হয়নি। পানি সরে গেলে কাজ করা হবে।