রৌমারী ও রাজিবপুর দুই উপজেলায় জামাতের ত্রান বিতরন

0
617

 দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের মাঝে জামাতের ত্রাণ বিতরণ উনুষ্ঠিত। তিনি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ রৌমারী ও রাজিবপুরসহ দুই উপজেলার ৯টি ইউনিয়নের আশেপাশে কয়েকটি গ্রামে ত্রাণ বিতরণ করেন। তিনি জানান অন্য কোনো সংস্থা থেকে ত্রাণ আমরা দেই না আমাদের ফান্ট থেকে এই ত্রান দেয়া হচ্ছে। কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুরসহ দুই উপজেলায়। বর্ন্যাতদের মাঝে কুড়িগ্রাম জেলার জামাত নেতাদের নির্দেশে ত্রান বিতরন করা হচ্ছে বলে সুত্রে জানা গেছে। বিতরণ কালে অন্যান্যদের মধ্যে তার সাথে উপস্থিত ছিলো রৌমারী উপজেলা থানা আমির সামসুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম   প্রভাসক, মোস্তাফিজুর রহমান মোস্তাক বিশেষ্ট ব্যবসাই জামাত সদস্য, আরও   অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here