মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীর সীমান্তঘেঁষা জিঞ্জিরাম নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন জামাল উদ্দিন। গতকাল বুধবার লালকুড়া এলাকার জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে। পানিতে ডুবে যাওয়ার এ ঘটনাটি ঘটে। জানা যায়, ঘটনার সময় ধনারচর গ্রামের জামাল নদীতে মুঠো জাল ফেললে জালটি পানির নিচে আটকে যায়। এ অবস্থায় জাল ছাড়াতে তিনি পানিতে ডুব দেন। পরে আর তিনি উপরে ওঠেননি। দিনভর খোঁজ করেও জামালের সন্ধান মেলেনি। এ ব্যাপারে যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরবেশ আলী জানান, তাঁকে উদ্ধারে এক শর বেশি মানুষকে পানিতে নামানো হয়েছে। জানা গেছে ডুবে যাওয়া জামাল উদ্দিন ধনারচর কাচারিপাড়া গ্রামের মৃত্যু আঃ কুদ্দস এর পুত্র। গতকাল মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়ার প্রায় দু দিন অতিবাহীত হলেও এখন প্রযন্ত তার লাশের সন্ধান পাওয়া যায়নি। আর তার লাশের সন্ধানে সুজনরা হাওমাও করে কেঁেদ নদীর কিনারে কীনারে ঘুরছে মিলছে না জামালের মৃত্যু দেহ।