রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

0
475

কুড়িগ্রামের রৌমারীতে সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে বাংলাদেশি ২জন গরু ব্যবসায়ি আহত হওয়ার খবর পাওয়াগেছে।
গুলিতে আহত হওয়া ব্যাক্তিরা হলেন, উপজেলার শৌলমারী ইউনিয়নের চরের গ্রামের মাইন উদ্দিনের পুত্র মহুবুর রহমান (২৮), উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দইখাওয়া গ্রামের মৃত আফাছ মিয়ার পুত্র আশরাফুল ইসলাম (৩৬)।
স্থানীয়সূত্রে জানাগেছে, গতকাল ভোররাত আনুমানিক ৪টার দিকে ভারতীয় সীমান্ত শিশুমারা বিএসএফ ক্যাম্পের  আন্তর্জাতিক মেইন পিলার ১০৫২ নিকট ১০ থেকে ১৫ জনের সংঘব্ধ দল গরু আনতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর টহলরত সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুঁড়ে এতে ২ জন্য গরু ব্যবসায়ি আহত হন। তবে আহত ২ ব্যাক্তির পায়ে গুলি লেগেছে বলে জানাগেছে।
আহত ব্যাক্তিদের সাথে থাকা অন্য সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাকে দ্রুত পল্লি চিকিৎসকের কাছে নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে কোথায় চিকিৎসা নিচ্ছে তা জানা যায়নি।
সাহেবের আলগা ইউপি সদস্য বিসু জানান, গুলিতে আহত হওয়ার বিষয় শুনেছি। কিন্তু কে হয়েছে তার নাম এখন পর্যন্ত পায়নি।
শৌলমারী ইউপি সদস্য জয়নাল হকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে কল করলে তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার মোর্শেদ মিয়া জানান, ঘটনাটি আপনার কাছ থেকে জানা গেলো। তবে তথ্য নিয়ে দেখা যাবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here