মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
হয়ে পড়েছে। কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর দুই উপজেলার। প্রায় ৩ শত পানি বন্দি মানুষের মাঝে নর্থ বেঙ্গল ওয়েল ফেয়ার এসো সিয়েশন এর ত্রান বিতরন। দুই উপজেলার প্রায় তিন লক্ষ পরিবার পানি বন্দি হয়ে পড়েছে
ফলে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে কষ্টে জীবন যাপন করছেন। সরকারী পর্যাপ্ত ত্রান বরাদ্ধ না দেয়ায় দরিদ্র শ্রেনী’র মাঝে দেখা দিয়েছে খাদ্য অভাব। উপজেলার বর্ন্যার্তদে’র চাহিদা অনুযায়ী সরকারী ত্রান দিতে না পারায় বন্যার্তদে’র কাছে প্রশ্নবিদ্ধ জনপ্রতিনিধিরা।এ লক্ষে গতকাল রবিবার নৌকা যোগে রৌমারী ও রাজিবপুরে নর্থ বেঙ্গল ওয়েল ফেয়ার এসো সি-য়েশন এর ব্যাক্তিগত উদ্ধ্যেগে বর্নাততদে’র এলাকা, রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া, কর্ত্তিমারী ঘাট, রাজিবপুর উপজেলার শীকারপুর প্রত্যন্ত চর এলাকাসহ প্রায় ৩০০ মানুষে’র মাঝে সহযোগীতা’র হাত বাড়িয়ে দিয়েছেন নর্থ বেঙ্গল ওয়েল ফেয়ার এসো সি য়েশন এর ত্রান বিতরন করা হয়। বর্নাতদে’র জন্য শুকনো খাবার সেমাই, চিনি, বিষ্কিট,দুধ, মোমবাতি, ম্যাচসহ ৭ টি আইটেমের প্যাকেট বন্নাকবলিত মানুষদের মাঝে বিতরন করেছেন।এ সময় ত্রানের জন্য মানুষকে হাহাকার লক্ষ করা গেছে। ত্রান বিতরন কালে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসার আলী কনসালন্টে, আমিনুল ইসলাম,প্রগ্রাম ম্যানেজার, আমিনুর রহমান মন্টু, যুবলীগ সভাপতি মোশারব প্রভাসক, মাসুদ আলম, জিয়াউর রহমান সভাপতি, আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রান দেয়ার বিষয়
জানতে চাইলে তিনারা জানান আমরা আমাদের নিজের অর্থ বন্যা দুর্গতদের মাঝে স্যাধ্য অনুযায়ী খোধার্থ মানুষকে খাবার জন্য দেওয়া হচ্ছে।