রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রৌমারীতে বন্যা দূর্গত মানুষের মাঝে বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছে। কুড়িগ্রামের রৌমারী’র চরাঞ্চলে গতকাল শুক্রবার ৮ সেচ্টেম্বর সকাল ৯টা থেকে সারাদিন ব্যাপি চিকিৎসা প্রদারে কাজ চলে। ঢাকা থেকে আগত ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের ১১ সদস্যের মেডিরকেল টিম চিকিৎসা সেবায় অংশ গ্রহন করেন।বানভাসি মানুষের চিকিৎসা সেবায় অর্থনৈতিক ভাবে সহযোগিতা প্রদান করেন, ঢাকা থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল বাসার , মোঃ রোকনুজ্জামান ও আইপি ভিশন। রৌমারী থানা এএসপি মোঃ সিরাজুল ইসলামের আহবানে ১১ বন্ধু ডাক্তারের সমন্বয়ে মানবতার সেবায় এগিয়ে আসেন তারা।এব্যাপারে ডাক্তার ওয়াজেদ জামিল বলেন, বানের পানি নেমে যাওয়ার সাথে-সাথে জ্বর পাতলা পায়খানা, পেট ব্যাথাসহ নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই আমরা ১১ সদস্যের একটি মেডিকেল টিম রৌমারী থানার এএসপি (সার্কেল) মোঃ সিরাজুল ইসলামের আহবানে বন্যা দূর্গত মানুষের জন্য চিকিৎসা সেবা দিতে এসেছি। তবে সরেজমিনে দেখাগেছে সারাদিন ব্যাপি প্রায় ২ হাজার মানুষ সেখানে চিকিৎসা সেবা নেয়। চিকিৎসা সেবা নিতে আসা, মরিয়ম,বানেচা,খতেজা, শেফালী,জয়নবম,জুলেখা বিনা টাকায় ঔষধ ও চিকিৎসা পাওয়ায় আবেগে কেদে ফেলেন। তারা আরো বলেন বানে ফসল খায়া গেছে,ঘরত খাবার নাই , কাম কাজ চলেনা তার উপর অসুখ বিসুখ নাগি আছে। মাগনা অসুধ পায়া মেলা উপকার হলো। বাবাগে আল্লাহ ভালা করুক।