শোক সভার মাধ্যমে শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে-এমপি ইউনুস

0
1312

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রশাসনের কতিপয় কর্মকর্তার উপর ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে উপজেলার ডবি¬উবি মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, তিনি বলেন আওয়ামীলেগের নতুন সদস্য তালিকায় কোন মাদকসেবী ও বিক্রেতা অন্তর্ভূক্ত হতে পারবেনা। ছাত্র নয় এমন কোন ব্যক্তি এবং বিবাহিতরা ছাত্রলীগে থাকতে পারবে না। ছাত্রলীগকে রাহুমুক্ত করতে হলে অছাত্রদের বাদ দিতে হবে। শোকসভার মাধ্যমে আওয়ামীলীগকে সংঘটিত করে আরও শক্তিশালী করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, সংঘঠনে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ সভাপতি আঃ হাকিম সন্নামত, অশোক কুমার হাওলাদার, যুগ্ন সম্পাদক ্এ্যাডঃ সালাউদ্দিন শিপু, এ্যাডঃ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অপূর্ব কুমার বাইন রন্টু, যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক। এসময় প্রধান অতিথি বলেন এই শোকের মাসকে শোকসভার মাধ্যমে শোককে শক্তিতে রুপান্তরিত করতে হবে। ইতিমধ্যে দেশব্যপী আওয়ামীলীগের সদস্য সংগ্রহ শুরু হয়েছে। এব্যপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোন মাদকসেবী ও বিক্রেতা সদস্য হতে পারবেনা। উজিরপুরে আবুল হাসানাত আব্দুল¬াহর মাধ্যমে সদস্য সংগ্রহের উদ্বোধন করা হবে। এসময় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোকপাত করা হয়। উপজেলার বিভিন্ন নেতাকর্মী প্রশাসনের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন উপজেলা প্রশাসনের কতিপয় কর্মকর্তা আওয়ামীলীগকে ধ্বংশ করতে চায় এবং দলের বিরুদ্ধে কাজ করে। তারা নেতাকর্মীদের ন্যয়সংগত কথাও শোনে না এবং পাত্তা দিতে চান না, টাকা ছাড়া কোন কাগজ মিলেনা, কোথাও কোথাও কন্টাক বানিজ্য চলে, সাধারন মানুষ হয়রানীর স্বীকার। এসব বন্ধের দাবীতে এমপির হস্তক্ষেপ কামনা করেন তারা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here