আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে। তাই এখন থেকে তাদের মনোজগতে দুর্নীতি বিরোধী সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সততা সংঘের উদ্যোগে সততা ষ্টোর চালু করা হচ্ছে। সোমবার ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজে সততা ষ্টোর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিগণ এ কথা বলেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ (অবঃ) রাকিবুল হাসানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬৬ পদাতিক ডিভিশনে জিওসি মেজর জেনারেল মোঃ মাসুদ রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল ফজল মোঃ সানাউল¬াহ, ব্রিগেডিয়ার জেনারেল শামীম ফরহাদ, ক্যান্ট পাবলিকের অধ্যক্ষ কর্ণেল নুরুল হুদা, দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সততা সংঘের সম্পাদক নীরব। জিওসি আশাবাদ ব্যক্ত করে বলেন যে, ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা মেনে লেখাপড়ায় ভালো ফলাফল অর্জন করছে, সততা ষ্টোর পরিচালনার মাধ্যমেও তারা দৃষ্টান্ত স্থাপন করবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আগামীতে সক্রিয় ভূমিকা পালন করবে। তারা এখান থেকে সৎ থাকার শিক্ষা গ্রহণ করতে পারবে। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করেন এবং নিজেরাও ক্যাশ বাক্সে টাকা ফেলে কিছু জিনিস ক্রয় করেন। সততা ষ্টোর নিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়, তারা ষ্টোর থেকে জিনিস ক্রয়ের অভিজ্ঞতা লাভের জন্য লাইন করে ষ্টোরে প্রবেশ করেন। অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ দুদক কর্মকর্তাগণ এবং শিক্ষক-অভিভাবকগণ উপস্থিত ছিলেন।