এম.পি চৌধুরী :- খিলগাঁও থানার ১ নং ওয়ার্ডের অক্লান্ত পরিশ্রমী নারী রাজপথের বজ্রকন্ঠের ঝাঝালো কন্ঠস্বর , অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী নেত্রী , দানবীর , এলাকার সমাজ সেবক ও ন্যায় বিচারক , নারী ও মাদক ব্যাবসায়ীদের চির শত্রু , প্রশাসনের সহযোগীতার বীরঙ্গনা কন্যা , এলাকার নয়নতারা , বর্তমান ২ নং ওয়ার্ডের আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি মোছা: ফাতেমা আখতার বলেন , আমি ছেলেবেলা হতেই ডান পিটে ছিলাম তাই কেউ আমার চোখের সামনে কোন অন্যায় করলেই তীব্র প্রতিবাদ জানাই , আমি বহুবার চেষ্টা করেছি এলাকায় মাদক ও নারী ব্যাবসা উচ্ছেদ করতে কিন্তু অজ্ঞাত কারনে তা একা পারছিনা প্রশাসনের এ বিষয়ে শক্ত হওয়া উচিৎ । বেশীর ভাগ মাদক বিক্রি করে সোর্সরা তাই প্রশাসনের সদয় সজাগ দৃষ্টি দেয়া উচিৎ বলে মনে করি, সোর্সরা তাই প্রশাসনের সদয় সজাগ দৃষ্টি দেয়া উচিৎ বলে মনে করি , আমি রাজনীতি করার পেছনে ৩ জনের কাছে চীর ঝণী থাকবো (১) নাজমা আপা (২) সাবের হোসেন চৌধুরী (৩) আবু বক্কর সিদ্দিক বাক্কা মিয়া , তারা না থাকলে হয়ত আমি এতটা ভালবাসা পেতাম না বা কেউ আমায় চিন্ত না । আমি ঝণী আমার স্বামীর কাছে তিনি আমাকে অনেক সাহায্যে ও ভাল কাজে সহযোগীতা করেছেন । আমি এলাকার মেয়ে তাই ২নং ওয়ার্ড আমার ১ টি পরিবার , আর আমি চাই আমার পরিবারের কেউ যেন কোন ক্ষতি গ্রস্থ না হয় । আমার অনেক শত্রু ভাল কাজে বাধাই বেশী তথাপী ও ভয় করি না , ১৫- ই আগষ্ট হতে আমাদের শিক্ষা নেবার আছে , বি.এন.পি ও জামাত ,শিবির কে সাবধান করতে চাই তারা এখনও সময় আছে ভাল হয়ে যান , সমগ্র দেশবাসীর কাছে আমার আক’ল মিনতি ও দাবী থাকবে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিয়ে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে সাহায্য করুন এবং বলুন – নেকৈা মার্কায় দিলে ভোট , শান্তি পায় বাংলাদেশের লোক । ইদুলআযহার প্রাণঢালা শুভেচ্ছা ও দাওয়াত সকলকে । ধন্যবাদ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।