মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগের আলোর বিজ্ঞাপন ব্যবস্থাপক বাবলু নাগের আশু রোগমুক্তি কামনা করেছেন দৈনিক যুগের আলোর সম্পাদক মমতাজ শিরীন ভরসা ও জেনারেল ম্যানেজার শমসুল আলম দুলালসহ পত্রিকায় কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও মাহিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মকবুল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক হাসেম আলী, যুগ্ন সম্পাদক ইকবাল হোসেনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ সাংবাদিক বাবলু নাগের আশু সুস্থতা কামনা করেছেন। নেতৃবৃন্দ, আশীর্বাদ ব্যক্ত করেন, সাংবাদিক বাবলু নাগ দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক কর্মময় জীবনে ফিরে আসবেন। উল্লেখ্য যে, সাংবাদিক বাবলু নাগ হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৪ অক্টোবর বিকেল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।