সাভারে বসতবাড়ি হতে ড্রেজারের পাইপ অপসারন করতে বলায় এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা!

0
1561

নোমান মাহমুদঃ নিজ বসতবাড়ি থেকে ড্রেজারের পাইপ অপসারন করতে বলায় মোঃ সালাহউদ্দিন (৩৫) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্র্রাসীরা। গত ১৩ই আগস্ট ২০১৭ইং সাভারের ভাকুর্তা এলাকার লুটেরচর গ্রামে এই ঘঁটনা ঘটে। আহত ব্যাক্তি ও ভূক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, প্রায় ৩ মাস পূর্বে একই এলাকার ফিরোজ (৩৫) ও মোশারফ হোসেন (৩৭) পাশ্ববর্তী একটি জায়গায় বালু ভরাটের কথা বলে ভূক্তভোগী সালাহউদ্দিনের বাড়ির ভিতর দিয়ে ড্রেজারের পাইপ লাইন স্থাপন করে। পরবর্তীতে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও পাইপটি সরিয়ে না নেওয়ায় বাড়ির লোকজনের চলাচলের সমস্যা সৃষ্টি হওয়ায় তারা অভিযুক্ত ফিরোজ ও মোশারফকে পাইপ লাইন সরিয়ে নিতে বললে তারা ক্ষুব্ধ হয়ে ঘটনার দিন বিকাল ৩টা নাগাদ ভূক্তভোগী পরিবারের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ঐ পরিবারের ২ নারী সদস্য সামান্য আহত হলেও লোহার শাবল দিয়ে মোঃ সালাহউদ্দিনের পেটে আঘাত করলে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় মোঃ সালাহউদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে। এই ঘটনায় সাভার মডের থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে অভিযোগ পাওয়া যায় ঘটনার পর থেকে আসামীরা ভূক্তভোগী পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছে। তাছাড়া ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও মামলার কোন আসামীকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই সম্পর্কে জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ফরহাদুজ্জামান ভুইয়ার সাথে কথা বললে তিনি বলেন, ”আমরা আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি”। খুব শীঘ্রই তারা আসামীদের গ্রেফতারে সক্ষম হবে বলেও আশা ব্যাক্ত করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here