সাভার পৌরসভা কাঁচা-পাকা মাল আড়ৎদার ব্যবসায়ীদের ত্রিবার্ষিক নির্বাচন

0
1353

সাজেদা আক্তার মুক্তাঃ সাভার পৌরসভা কাঁচা-পাকা মাল আড়ৎদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এ গত রবিবার  এিবার্ষিক নিবার্চন অনুষ্ঠিত হয়। এ নিবার্চনে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে জনাব মোঃ দারগ আলী মোল্লা  চেয়ার মার্কায় ৪৬ ভোট, সহ-সভাপতি পদে জনাব মো: নজরুল ইসলাম ফুটবল মার্কায় ২৯ ভোট, সম্পাদক পদে জনাব আবুবকর ছিদ্দিক গোলাপফুল মার্কায় ৪৩  ভোট, মোঃ ইমন আলী মিঠু কোষাধ্যক্ষ পদে আনারস মার্কায় ৩৯ ভোট, মোঃ কাউসার মিয়া সদস্য পদে হরিণ মার্কায় ৩৭ ভোট, জনাব শাহাদাৎ হোসেন সদস্য পদে মোরগ মার্কায় ৪৪ ভোট পেয়ে। শান্তিপ্রিয় ভাবে এ নির্বাচনে ভোট গ্রহন ও গণনা শেষ করে ফলাফল ঘোষনা করেন। নব- নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা দেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here