সাহসি কলম সৈনিক সাংবাদিক মাহবুব এর বিরুদ্ধে প্রান গ্রুপের মিথ্যা হয়রানি মুলক মামলা

0
881
বিশেষ প্রতিবেদক ঃ অপরাধ বিচিত্রার নরসিংদী জেলা প্রতিনিধি, বিজয় টিভির উপজলা পলাশের প্রতিনিধি, বাচাঁও শীতলক্ষা নদী আন্দোলনের আহবায়ক, মাহুব সৈয়দ ও তার সাংগঠনিক সহচর মাহবুব হাসান বাবুর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। প্রশাসনের নাকের ঢগায় দেদারছে নদী দখল করে গড়ে ওঠেছে পলাশ ঘোড়াশালে প্রান গ্রুপের প্রতিষ্ঠান, যেখানে প্রশাসন নিরব সেখানে সাধারন মানুষ প্রতিবাদ করার বাকশক্তি কোথায় পায়, ইতিহাস সাক্ষি দেয় অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে কেউ না কেউ সাহস নিয়ে সামনের কাতারে প্রতিবাদের শ্লোগান নিয়ে কথা বলে, সেই কাতারের একজন কলম সৈনিক মাহবুব, ও তার সংগীয় সাথি, যে নদী খেকো প্রান গ্রুপের বিরুদ্ধে প্রতিবাদ করায় হয়রানিমুলক মিথ্যামামলার শিকার হয়েছেন, প্রান পন্যের গুনগত মান, নদী দখল ইত্যাদির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে প্রশাসনের কতিপয় দুর্নীতিবাজদের ম্যানেজ করে গাড়িভাংচুরের মতন হাস্যকর ভানোয়াট মামলা দাখিল করা হয়েছে, সাংবাদিক মাহবুব একজন মুক্তিযোদ্ধা সন্তান, প্রান গ্রুপের মালিক ছিলেন পাকিস্তানের বন্ধু, এই ব্যাপারটি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন অপরাধ বিচিত্রার স¤পাদক ও ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গাইনেইজেসন এর চেয়ারম্যান এস এম মোরশেদ প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন, একজন কলম সৈনিকের বিরুদ্ধে বাংলাদেশের সাংবাদিক সমাজ চুপ করে থাকবেনা বলে কঠোর হুশিয়ারী দেন। অবিলম্বে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here