সুনামগঞ্জ সীমান্তে সোয়া লাখ টাকার ভারতীয় মদ বিয়ারের চালান আটক

0
1415

নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির টহল দল সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে শুক্রবার প্রায় সোয়া লাখ টাকা ভারতীয় মদ ও বিয়ারের চালান আটক করেছে।’
ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি জানান, জেলার তাহিরপুর উপজেলার লাউড়েগড় বিওপির বিজিবির টহলদল শুক্রবার সীমান্তের প্রায় ৩ হাজার গজ বাংলাদেশ অভ্যন্তরে ছড়ারপাড় গ্রাম থেকে ৪৩ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ, ১২ বোতল এশিয়া-৭২ বিয়ার, ৮ বোতল সুপার স্ট্রং বিয়ার ও ১টি বাইসাইকেল আটক করেছে। অপরদিকে  দোয়ারাবাজারের বোগলাবাজার বিওপির বিজিবির টহল দল ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাছগড়া নামক গস্খাম থেকে শুক্রবার বিকেলে ২০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদের বোতল আটক করেছে।’ বিজিবির দাবি আটককৃত মদ, বিয়ার ও বাইসাইকেলের মুল্য প্রায় ১ লাখ ৯ হাজার ৫’শ টাকা। এদিকে শুক্রবার বিজিবির পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ, বিয়ার ও সাইকেল আটক হলেও এসব মাদক চোরাচালানের সাথে জড়িত কাউকেই বিজিবি আটক করতে পারেনি বলেও জানা গেছে।
হাবিব সরোয়ার আজাদ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here