সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্দুর প্রতিকৃতিতে শ্রদ্ধা,র্যা লী, সমাবেশ ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটিপালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় আলোজনা সভা মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়। সকাল ১২টায় বিশাল বর্নাঢ্য র্যােলী বের হয়ে উপজেলা প্রধান সড়ক গুলো প্রদক্ষিন উপজেলা মাঠ প্রঙ্গনে শেষ হয়। বিকাল ৫ টায় সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৩য় তলায় সেচ্ছসেবকলীগের কার্যলয়ে সকলে মিলে কেক কাটার মাধ্যমে শেষ হয় তাদের দিবস পালণের কর্মসূচি।
আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাসুদ রানা মানিক সভাপতিত্বে, স্বেচ্ছা সেবক লীগ এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু । অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রবিন , অনদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কামাল মাষ্টার , সহ সভাপতি দায়েন মেম্বার, যুগ্নসাধারণ সম্পাদক শামীম, প্রচার সম্পাদক নাজমুল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জামান, সাংগঠনিক সম্পাদক রোমান মিয়া , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল রহমান , আইন বিষয়ক সম্পাদক জুয়েল, সহ মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া, সহ প্রচার সম্পাদক আঃ রউফ সহ সকল ইউনিয়নের সভাপতি প্রার্থী ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সফল প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সোনারগাঁয়ে আব্দুল্লাহ আল কায়সার উপদেশে স্বেচ্ছা সেবকলীগ কাজ করে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আমারাবদ্ধ পরিকর।