হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম

0
444

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নোয়াখালী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম।
জানা গেছে, চৌমুহনীতে গত বৃহস্পতিবার সাবেক বাণিজ্য উপদেষ্টা ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট বরকত উল্যাহ ভুলুর মুুক্তির দাবীতে বেগমগঞ্জ উপজেলা ও  চৌমুহনী পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যেগে মিছিল করে বিএনপির  নেতাকর্মীরা। মিছিলটি শান্তিপূর্ন ছিল বলে দাবী করে আয়োজকরা। কিন্তু এই মিছিলটির অনুমোদন ছিলনা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে বেগমগঞ্জ থানা পুলিশ রাতেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে। মামলার বাদী হন বেগমগঞ্জ মডেল থানার এস.আই মধু সুধন। আর মামলাটি তদন্তের দায়ীত্ব দেয়া হয় চৌমুহনীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাক আহম্মেদকে। এমন মামলায় জনমনে বিভ্রান্ত সৃষ্টি হয়। এই মমলার ৫ নং আসামী ছিলেন নোয়াখালী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম। যিনি উক্ত মিছিলে উপস্থিতই ছিলেননা। এর পরও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন তিনি। এর আগেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন হাজী আবুল কাশেম। এক দিকে রাজনীতিক হয়রানি অন্যদিকে দলে পদ বঞ্চিত হয়েও হাজী আবুল কাশেম বিএনপিকেই আকড়ে রেখেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্প্রতিবারে দায়ের করা মামলায় রোববার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হাজী আবুল কাশেমসহ একাধিক নেতাকর্মী। বিচারপ্রতি মো: মিফতাহ উদ্দিন চৌধুরী ও এ এন এম বশির উল্যাহর আদালত থেকে তিনি জামিন পান। এ সময় হাইকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনসহ বিএনপির সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময়  নেতাকর্মীরা বরকত উল্যাহ বুলু মুক্তি দাবী করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here