৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

0
1575

প্রতিবেদক| বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘খাজানা মিঠাই’, ‘ক্যান্ডাল লাইট’ ও ‘বনফুলকে’ সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার আলাদা অভিযানে প্রতিষ্ঠান তিনটিকে এ জরিমানা করা হয়।
রাজধানীর তেজগাঁওয়ে মিষ্টি খাবার তৈরির প্রতিষ্ঠান ‘খাজানা মিঠাইয়ে’ ঝটিকা অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার, মান সনদ না থাকা ও নোংরা পরিবেশের কারণে তিন লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। প্রায় দেড় ঘণ্টার এ অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এ সময় বিএসটিআইর মহাপরিচালক সাইফুল হাসিব ও পরিচালক প্রকৌশলী এস এম ইসহাক আলী উপস্থিত ছিলেন। এদিকে, ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহীর নেতৃত্বে নাজিমুদ্দিন রোডে অপর এক অভিযান চালানো হয়। অভিযানে ‘হোটেল ক্যান্ডাল লাইট অ্যান্ড রেস্টুরেন্টে’ নষ্ট সবজি দিয়ে ও নোংরা পরিবেশে ইফতারসামগ্রী তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন চৌধুরীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ‘বনফুল অ্যান্ড কোং’ নামে মিষ্টিজাত খাবার তৈরির প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ খোলা বিস্কুট বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here