৬৩-তে পদার্পণ করলেন খোন্দকার গোলাম মোর্ত্তজা

0
681

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা খোন্দকার গোলাম মোর্ত্তজার ৬৩তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের ১০ অক্টোবর পাবনার সুজানগর থানার মুরারিপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। খোন্দকার গোলাম মোর্ত্তজার পিতা প্রয়াত খোন্দকার মুর্শিদুল হোসেন এবং মাতা প্রয়াত সালেহা মুর্শিদ।
খোন্দকার গোলাম মোর্ত্তজা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। দেশের রাজনীতিতে তখন সমাজতান্ত্রিক চিন্তাধারার ব্যাপক জনপ্রিয়তা। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও চিন্তাধারায় বিভক্ত হয়। জাতীয় রাজনীতিতে জন্ম হয় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
খোন্দকার গোলাম মোর্ত্তজা জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িয়ে পড়েন। এরপর ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মহসিন হল শাখা জাসদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে আন্দোলন-সংগ্রামের কারণে পাঁচবার কারাবরণ করেন তিনি। ’৮০ দশকে মীর্জা সুলতান রাজার নেতৃত্বে পুনর্গঠিত জাসদে সক্রিয়ভাবে জাতীয় রাজনীতি শুরু করেন মোর্ত্তজা।
১৯৮৯ সালে জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হলে সাংবাদিক আনোয়ার জাহিদের নেতৃত্বে এনডিপি প্রতিষ্ঠিত হয়। খোন্দকার গোলাম মোর্ত্তজা তখন দলটির প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। পরবর্তীতে ১৯৯০ সালে আনোয়ার জাহিদ এনডিপি থেকে পদত্যাগ করলে খোন্দকার গোলাম মোর্ত্তজা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হন। এরপর ১৯৯১ ও ১৯৯৬ সালে পাবনা-০২ আসন থেকে এনডিপির পক্ষে বাঘ মার্কা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। ’৯১ পরবর্তী এনডিপির কাউন্সিলে খোন্দকার গোলাম মোর্ত্তজা দলের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৬ সালের কাউন্সিলে খোন্দকার গোলাম মোর্ত্তজা আবারো দলের চেয়ারম্যান নির্বাচিত হন। খোন্দকার গোলাম মোর্ত্তজার নেতৃত্বাধীন এনডিপি বর্তমানে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল।
এনডিপির চেয়ারম্যানের ৬৩ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য এ্যাড. গাজী রবিউল ইসলাম সাগর, হাবিবুর রহমান চৌধুরী, রাকেশ রহমান, নাবিহা রহমান, ক্বারী আবু তাহের, মোঃ মোকাদ্দিম হোসেন, মনিরুজ্জামান মনির, মোঃ মুছা, সিঃ যুগ্ম মহাসচিব শামছুল আলম, যুগ্ম মহাসচিব রাজু আহমেদ, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মোঃ আলম হোসেন, শরীফুল ইসলাম গফ্ফার। নেতৃবৃন্দ তাঁর দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অন্যদিকে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা এক বিবৃতিতে এনডিপি’র নেতাকর্মীদেরকে জন্মদিনের অনুষ্ঠান পালন না করার জন্য অনুরোধ জানিয়ে বলেন, বর্তমান প্রেক্ষাপটে জন্ম উৎসব পালন করার কোন সুযোগ নেই। তিনি এনডিপি সহ দেশবাসীকে গুম খুনের সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।

Advertisement

বার্তাপ্রেরক,
মোঃ মুছা

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here