৬৬ বছর আগে হারিয়ে যাওয়া পরমাণু বোমার খোঁজ!

0
426

৬৬ বছর আগে খোয়া যাওয়া মার্কিন পরমাণু বোমার খোঁজ অবশেষে পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। । ১৯৫০ সালের ১৪ ফেব্রুয়ারি  টেক্সাস অঙ্গরাজ্য থেকে ব্রিটিশ কলাম্বিয়ায় যাওয়ার পথে প্রশান্ত মহাসাগরে মার্কিন বোমারু বিমান বিধ্বস্ত হলে পরমাণু বোমা মার্ক ফোর হারিয়ে যায়। অনেক বছর চুপ থাকার পর পরমাণু বোমা খোয়া যাওয়ার কথা স্বীকার করে নেয় আমেরিকা।   ওই দুর্ঘটনায় বিমানের পাঁচ ক্রু নিহত হয় এবং বিমান থেকে নিরাপদে ঝাঁপ দিতে সক্ষম হওয়ায় ১২ ক্রুকে উদ্ধার করা হয়। বিমানটি ব্যাংকস আইল্যান্ডের কাছেই বিধ্বস্ত হয়েছিল বলে ধারনা করা হয়। দুর্ঘটনার প্রায় চার বছর পর ব্রিটিশ কলাম্বিয়ার দূরবর্তী দুর্গম পাহাড়ি এলাকার  থেকে ঘটনাক্রমে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
ব্যাংকস আইল্যান্ডের কাছেই খোয়া যাওয়া পরমাণু বোমাকে দেখতে পেয়েছেন বলে সম্প্রতি দাবি করেন এক ডুবুরি। নিজ নৌকা থেকে অল্প কিছু দূর যাওয়ার পরই একে দেখতে পান তিনি। এই রকম অদ্ভুত আকারের কিছু জীবনে কখনও দেখেনি। তাই প্রথমে একে ইউএফও বলেই ধারণা করেছিলেন তিনি। অনেকেই এই সম্পর্কে বলেন তিনি। তখনই নিখোঁজ পরমাণু বোমার বিষয়টি জানতে পারেন ডুবুরিরা। এরপর ছবি দেখে বুঝতে পারেন হারানো মার্ক ফোর বোমাকেই সাগর নীচে দেখতে পেয়েছে তিনি। এদিকে বিষয়টি তদন্ত করে দেখার জন্য কয়েক সপ্তাহের মধ্যে সেখানে নৌবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here