৮৭ কোটি টাকার যন্ত্রপাতি পেলো ফায়ার সার্ভিস

0
430

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরকে ৮৭ কোটি টাকার যন্ত্রপাতি হস্তান্তর করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গতকাল বুধবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব যন্ত্রপাতি হস্তান্তর করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ সেগুলো গ্রহণ করেন।২০১৩ সালের একটি চাহিদা অনুযায়ী ‘প্রকিউরমেন্ট অব ইক্যুইপমেন্ট ফর সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন ফর আর্থকোয়্যাক অ্যান্ড আদার ডিজাস্টার (ফেজ-২)’ প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিসের কাছে যন্ত্রপাতিগুলো হস্তান্তর করা হয়। এসময় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আজ ফায়ার সার্ভিসের কাছে যেসব যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে, এসব দিয়ে দুর্যোগের সময় ফায়ার সার্ভিসের ২৫০টি টিম একসঙ্গে কাজ করতে পারবে। কেমিকেল কারখানায় আগুন লাগলে সহজেই উদ্ধার তৎপরতা চালানোর জন্য যন্ত্রপাতি রয়েছে এখানে। এখানে এমন যন্ত্র রয়েছে যা দিয়ে রাতেরও উদ্ধার কাজ চালানো যাবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে বিভিন্ন দুর্যোগে ফায়ার সার্ভিসের ১৮তলা পর্যন্ত উদ্ধার কাজ চালানোর ক্রেন ছিল। কিন্তু আজ একটি ক্রেন হস্তান্তর করা হয়েছে, যা দিয়ে ২০ তলা পর্যন্ত উদ্ধার কাজ চালাতে পারবে। এসব যন্ত্রপাতি পাওয়ার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়বে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান ও প্রকল্প পরিচালক ডা. শহীদ মোতাহার হোসেন প্রমুখ

Advertisement

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here