উজিরপুরে ব্যতিক্রমি আয়োজনে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
1202

উজিরপুর প্রতিনিধিঃ দুষ্টের দমন সৃষ্টের পালনের জন্য বিশ্ব ব্রহ্মান্ডের অধিশ্বর রুপে আর্ভিভুত হয়েছে ভগবান শ্রী কৃষ্ণ। প্রত্যেক ধর্মের মূল বাণী হচ্ছে মানবসেবা। সনাতন ধর্মাবলম্বীদের জন্যে দ্বাপর যুগে আর্ভিভুত হয়ে সকল অনাচার, পাপাচার দূরিভূত করে মানবের সুখ শান্তি নিহীত করার জন্য তার পৃথিবীতে আর্ভিভাব। গতকাল বরিশালের উজিরপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড: তালুকদার মোঃ ইউনুস এমপি একথা বলেন। মঙ্গল শোভাযাত্রা শেষে বেলা ১২টায় কির্ত্তন আঙিনায় জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি শঙ্কর কুমার মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার ঝুমুর বালা, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা সিকদার, উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, আরো বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ.এম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন বাচ্চু ফকির, শিকারপুর ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন, কেন্দ্রীয় কির্ত্তন আঙিনার সম্পাদক বরুন কুমার মিত্র, আ’লীগ নেতা গৌরঙ্গ লাল কর্মকার, দিলিপ কুমার সিকদার, সহদেব কুমার দাস, মিন্টু লাল মজুমদার, শৈলেন্দ্র নাথ বৈদ্য, তাপস কুমার সাহা প্রমুখ। আলোচনা সভার পূর্বে সকাল ১০টায় বিভিন্ন সাজে নাচে গানে মঙ্গল শোভাযাত্রা নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কির্ত্তন আঙিনায় শেষ করে। প্রধান অতিথি আরো বলেন বর্তমান সরকার ধর্ম যার যার উৎসব সবার এর ভিত্তিতে সকল ধর্মকে স্বাধীনভাবে তাদের ধর্মকে পালন করার সুযোগ প্রদান করেছেন। ধর্মের বাণীর মাধ্যমে দেশ থেকে সকল অন্যায়, অবিচার, সন্ত্রাস, দূর্নিতী, মাদকাশক্তদের নির্মূল করা সম্ভব।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here