উজিরপুরে সন্ত্রাসী হামলার স্বীকার এক বৃদ্ধা

0
1400

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করে ও রান্না ঘরে আগুন ধরিয়ে দিয়েছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ দায়ের। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের উঃমোড়াকাঠি গ্রামের দিনমজুর আঃ লতিফ রাড়ী গংদের সাথে জমি নিয়ে একেই বাড়ীর প্রভাবশালী নুরআলম সরদার গংদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরেই ধারাবাহিকতায় গত শুক্রবার বেলা ১টায় লতিফ বাড়ী না থাকায় এ সুযোগে নুরআলমের সন্ত্রাসী ছেলে বায়েজিদ সরদার, মোস্তাকিম সরদার, ভাতিজা মহি সরদার, এমদাদ সরদার মিলে একদল ভারাটে সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র সাজে লতিফের বসত ঘরে ঢুকে তার স্ত্রী আলেয়া বেগম(৬০) এর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে স্বর্নালংকার ছিনিয়ে নেয়। এসময় ছোট বোন সুফিয়া বেগম বাধা দিলে তাকেও মারধর করে এবং রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়। তার ডাকৎিকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাননাশের হুমকী দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করে আহতকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভয়ে মুখ খুলছে না সাধারনরা। এ ঘটনায় আহতের স্বামী লতিফ রাড়ী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ৬ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। আহতের পরিবার ঐ প্রভাবশালীদের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্য গোলাম ছরোয়ার জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উজিরপুরে আ’লীগের বিশেষ বর্ধিত সভায় কতিপয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here