আইন ও বিচাররাজনীতি

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দিয়ে হত্যা মামলার আসামী হলেন পরিবেশবাদী নেতা বাপ্পি সরদার

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দিয়ে হত্যা মামলার আসামী হলেন নতুন বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠনের আহবায়ক বাপ্পি সরদার। তিনি পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পুলিশ গতকাল ভোরে তার বনশ্রীর বাসা থেকে আটক করে। পরে তাকে গত বছরের ২৮ অক্টোবর ২০২৩ এর বিএনপির সমাবেশ ঘিরে সংঘঠিত ঘটনায় হত্যা—অগ্নিসংযোগের সাথে জড়িত থাকার অভিযোগ এনে পল্টন থানায় গত ১৪ সেপ্টেম্বর করা একটি মামলার আসামী করে।  যার এফআইআর নং—২৫।

জানা যায়, গতকাল সকাল ১০ টায় উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে পল্টন মোড় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় নতুন বাংলাদেশ। কিন্তু কর্মসূচি বাস্তবায়নের আগেই শনিবার দিবাগত ভোর রাত চার টার দিকে তার বনশ্রীর বাসা থেকে সংগঠনের আহবায়ক বাপ্পী সরদারকে আটক করে পুলিশ। পরে তাকে পল্টন থানায় আনা হয়। পরে তাকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। তাকে গত ১৪ সেপ্টেম্বর করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপি মহাসমাবেশের কর্মসূচি দেয়। ওই সমাবেশে আওয়ামীলীগ—যুবলীগ—ছাত্রলীগ হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে শত শত নেতাকর্মী আহত ও যুবদল কর্মী শামীমকে হত্যা করা হয়। ওই মামলায় গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্য মতে বাপ্পি সরদারের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছ। আমরা এই ন্যাক্কার জন্য ঘটনা তীব্র প্রতিবাদ এবং মুক্তির দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button